Ontore Tumi Song by Nazrul Geet
Song Credit
Title : Ontore Tumi
Singer : Kazi Nazrul Islam
Written and Composed : Kazi Nazrul Islam
Lyrics Label : Adhilyrics
- Ontore Tumi (অন্তরে তুমি) Lyrics In Bengali
অন্তরে তুমি আছ চিরদিন ,
ওগাে অন্তর্যামী ( ২ )
বাহিরে বৃথাই ,
যতাে খুঁজি তাই ,
পাইনা তােমারে আমি ,
ওগাে অন্তর্যামী
অন্তরে তুমি আছ চিরদিন ,
ওগাে অন্তর্যামী
প্রাণের মতন আত্মারসম ,
আমাতে আছ হে অন্তরতম ( ২ )
মন্দির রচি বিগ্রহ গড়ি ( ২ )
দেখে হাসাে তুমি স্বামী ,
ওগাে অন্তর্যামী
অন্তরে তুমি আছ চিরদিন ,
ওগাে অন্তর্যামী
সমীরণসম আলাের মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধে কুসুমে সৌরভসম প্রাণে প্রাণে আছাে জড়ায়ে
তুমি বহুরূপী ,
তুমি রূপহীন ,
তব লীলাহেরি অন্তবিহীন ( ২ )
তব লুকোচুরি খেলা সহচরী ( ২ )
আমি যে দিবসযামী ,
ওগাে অন্তর্যামী
- Ontore Tumi Lyrics in Bengali (English)
Ontore Tumi acho chirodini
Ogo antarjami
Bahire brithay,
Jato khuji tai
Payina tomare ami
Ogo antarjami
Ontore Tumi acho chirodini
Ogo antarjami