Esheche Brojer Bnaka Lyrics (এসেছে ব্রজের বাঁকা) - Chhoto Kirtan | Biswarup Das

Anonymous
Esheche Brojer Bnaka (এসেছে ব্রজের বাঁকা) Chhoto Kirtan | Doharki | Lyrics by Adhilyrics
Song Credit
Title            : Esheche Brojer Bnaka
Album        : Chhoto Kirtan
Singer         : Doharki (Puja, Pampa, Nabanita, Kuhali
Tone & Lyrics : Biswarup Das
Music          : Dr Tapan Roy
Music Label : SVF Music

  • বাংলা গানের লিরিক্স
এসেছে ব্রজের বাঁকা,
 কালাে সখা , দেখবি আয় 
তােদের এই নদিয়ায় ।
এবার তাঁর রঙ ফিরেছে ঢং ফিরেছে । 
কালাে এখন চেনা দায় ।

আর তাে তাঁর কালাে বরণ নাই 
এবার রাই অঙ্গে অঙ্গ ঢেকে 
গৌর হলাে তাই 
সেই ব্রজে প্রেমের খেলা 
সেই ব্রজে রসের খেলা 
সেই ব্রজে ভাবের খেলা 
খেলতে এসেছে হেথায় ।।

ওগাে তাঁর প্রেমের এই তাে রীত 
আগে মন মজায়ে শেষটা বড় জ্বালায় বিপরীত এখনাে যায়নি স্বভাব 
গৌর হয়েও যায়নি স্বভাব 
কেঁদে কেঁদেও যায়নি স্বভাব 
ক্রমে পাবি পরিচয় ।।  
প্রেমেতে ঋণী হয়েছে 
তাই তাঁর হাতের বাঁশি কেড়ে নিয়ে 
বিদায় দিয়েছে ।
 রাধা নাম সাধবে কিসে 
সাধের নাম সাধবে কিসে 
বাঁশি নাই নাম সাধবে কিসে 
বদন তাই গুণ গায় ।।
কাঙ্গাল বাশ্বরূপে কয়
রাই রূপে অঙ্গ ঢেকে, রঙ্গ করা নয়
ত্রিভূবন উদ্ধারিলে
আচন্ডালে উদ্ধারিলে
দিন কাঙ্গালে উদ্ধারিলে
তবেই খালাস ‌ঋণের দায়
তােদের এই নদিয়ায় ।

  • Music Video
Esheche Brojer Bnaka

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!