Lal Paharir Deshe Ja Lyrics |Bhoomi | Adhilyrics present
Song Credit
Title : Lal Paharir Deshe Ja
Band : Bhoomi
Singer : ETC
Label © : Adhilyrics
- Lal Paharir Deshe Ja Lyrics in Bengali
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনা রে
ইক্কেবারে মানাইছেনা রে।
ও নাগর, ও নাগর
ও নাগর, ইক্কেবারে মানাইছেনা রে
লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনা রে
ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ি দেশে যাবি
হাঁড়িয়া আর মাদল পাবি ।
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর, ও নাগর,
ও নাগর, এক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনা রে
এক্কেবারে মানাইছেনা রে।
নদীর ধারে শিমুলের ফুল
নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা।
সকালে ফুটিবে ফুল
সকালে ফুটিবে ফুল
মনে ছিল আশা রে, এমন ছিলো আশা।
তুই ভালোবেসে গেলি চলে..
ভালোবেসে গেলি চলে
কেমন বাপের ব্যাটা রে তুই
কেমন বাপের ব্যাটা।
লাল পাহাড়ি দেশে যা
রাঙ্গা মাটির দেশে যা🐾
ইতাক তোকে মানাইছেনা রে
এক্কেবারে মানাইছেনা রে।
ভাদর মাসে ভাদু পূজা
ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা।
ভাদর মাসে ভাদু পূজা
ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা।
ঐ কালো মেয়েটার মন মজেছে,
ঐ কালো মেয়েটার মন মজেছে,
গলায় দিবো মালা রে
তার গলায় দিবো মালা।
তুই মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা
মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা
হিতাক তোকে মানাইছেনা রে
ও নাগর, ও নাগর
ও নাগর, ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনা রে
ইক্কেবারে মানাইছেনা রে..