Lal Shari Poriya Konaa Song Lyrics by Sohag

Anonymous

 Lal Shari Poriya Konnaa Lyrics - Sohag 


 Song Credit

Title            : Lal Shari Poriya Konaa

Singer         : Sohag

Lyrics          : Rejaul Hossain

Music          : Alvee

Edit by        : adhilyrics


  • Lal Shari Poriya Konaa Lyrics in Bengali


লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা

নিশানা বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায় ।


চান্দের মত মুখটি যখন

ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে ।

ঘাটে আইসা পাশে বইসা

জড়াই তো এ বুকে

ভুলব আমি এই কথা কেমনে ?


তবে ভালো ক্যান বাসিলা

স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে ?


চার বেহারার পালকি কইরা

যখন গেলা সামনে দিয়া

শেষ দেখা দিলানা আমারে ।

ফিইরা আইসা দেখবা তুমি

চইলা গেছি জগত ছাড়ি

পাইব শুধু আমায় স্বপনে ।


তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে ।


লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা

নিশানা বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায় ।










#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!