Briddhashram With Lyrics | Nachiketa Chakraborty | Original Lyrics

Anonymous
Briddhashram Lyrics | Nachiketa Chakraborty | Full Lyrics




Song             : Briddhashram
Artist            : Nachiketa Chakraborty
Music & Ly  : Nachiketa Chakraborty
Label            : Saregama



বাংলা গানের লিরিক্স

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সব চেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায়না
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায়না
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তারাতারি
ছেড়ে দিলো কাকে খেল পোষা বুড়ো ময়না
স্বামী স্ত্রীর আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম
নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা
বলতাম  আমি না থাকলে যে কি করবি বোকা
ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে
ছোট্টো বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দুহাত আজো খুঁজে ভুলে যায় যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম
খোকা রও হয়েছে ছেলে দু'বছর হল
আরতো মাত্র বছর পঁচিশ  ঠাকুর মুখ তোলো
একশো বছর বাঁচতে চাই এখন আমার ষাট
পঁচিশ বছর পরে খোকার হবে উনষাট
আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি
খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!