"তুমি নির্মল কর", "মঙ্গল করে" (Rajanikanta Sen) Sayama Sangeet
"তুমি নির্মল কর" গানটিতে কবি রজনীকান্ত সেন ঈশ্বরের কাছে নির্মলতার পথ প্রদর্শনের প্রার্থনা জানিয়েছেন
জীবনে প্রশান্তির জন্য চাই সরলতা ও সার্থহীন জগতের আকাঙ্ক্ষাকে ত্যগ, পাপমুক্ত সমাজ ।
তাই কবি এই গানের কথায় তুলে ধরেছেন এক প্রার্থনা ঈশ্বরের কাছে রাতে মানুষ সততা পথে চলার সাহস ও
শক্তি দেন ।
Lyrics : Rajanikanta Sen
বাংলা গানের
"তুমি নির্মল কর" গানটিতে কবি রজনীকান্ত সেন ঈশ্বরের কাছে নির্মলতার পথ প্রদর্শনের প্রার্থনা জানিয়েছেন
জীবনে প্রশান্তির জন্য চাই সরলতা ও সার্থহীন জগতের আকাঙ্ক্ষাকে ত্যগ, পাপমুক্ত সমাজ ।
তাই কবি এই গানের কথায় তুলে ধরেছেন এক প্রার্থনা ঈশ্বরের কাছে রাতে মানুষ সততা পথে চলার সাহস ও
শক্তি দেন ।
Song : Tumi Nirmal Karo
Album : Shyama SangeetLyrics : Rajanikanta Sen
বাংলা গানের
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।।
তব, পূর্ণ-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ- কালিমা ঘুচায়ে ।
মর্ম মুছায়ে ।
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে
গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্
আকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব- বিপদহন্তা
তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তব, শ্রীচরন তলে নিয়ে এস, মোর
মত্ত-বাসনা গুছায়ে!
মলিন মর্ম মুছায়ে ।
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
আছ অনল- অনিলে, চরনভোনীলে
ভূধরসলিলে, গহনে;
আছ বিটপীলতায়, জলদের গায়,
শশীতাযরকায় তপনে ।
আমি, নয়নে বসন বাঁধিয়া,
ব'সে আঁধারে মরিগো কাঁদিয়া;
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু
দাও হে দেখায়ে বুঝায়ে ।
মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
তব, পূর্ণ-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ- কালিমা ঘুচায়ে ।
মর্ম মুছায়ে ।
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে