Tumi Nirmal Karo Mangal Kare Lyrics in Bengali

Mr Jaydeb
"তুমি নির্মল কর", "মঙ্গল করে" (Rajanikanta Sen) Sayama Sangeet




"তুমি নির্মল কর" গানটিতে কবি রজনীকান্ত সেন ঈশ্বরের কাছে নির্মলতার পথ প্রদর্শনের প্রার্থনা জানিয়েছেন 
জীবনে প্রশান্তির জন্য চাই সরলতা ও সার্থহীন জগতের আকাঙ্ক্ষাকে ত্যগ, পাপমুক্ত সমাজ ।
তাই কবি এই গানের কথায় তুলে ধরেছেন এক প্রার্থনা ঈশ্বরের কাছে রাতে মানুষ সততা পথে চলার সাহস ও
শক্তি দেন ।

Song              : Tumi Nirmal Karo
Album           :  Shyama Sangeet
Lyrics             : Rajanikanta Sen


বাংলা গানের

তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।।
তব, পূর্ণ-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ- কালিমা ঘুচায়ে ।
মর্ম মুছায়ে ।
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে
গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্
আকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব- বিপদহন্তা
তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তব, শ্রীচরন তলে নিয়ে এস, মোর
মত্ত-বাসনা গুছায়ে!
মলিন মর্ম মুছায়ে ।
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
আছ অনল- অনিলে, চরনভোনীলে
ভূধরসলিলে, গহনে;
আছ বিটপীলতায়, জলদের গায়,
শশীতাযরকায় তপনে ।
আমি, নয়নে বসন বাঁধিয়া,
ব'সে আঁধারে মরিগো কাঁদিয়া;
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু
দাও হে দেখায়ে বুঝায়ে ।
মলিন মর্ম মুছায়ে
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে ।
তব, পূর্ণ-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ- কালিমা ঘুচায়ে ।
মর্ম মুছায়ে ।
তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন
মর্ম মুছায়ে



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!