Ful Keno Lal Hoy (Guru Dakshina) ফুল কেন লাল হয় - গুরু দক্ষিণা
গুরুদক্ষিণা। ১৯৮৭সালের বাংলা চলচ্চিত্র যা অঞ্জন চৌধুরী, পরিচালক এবং ভবেশ কুন্ডু প্রয়োজন করেছেন । চলচ্চিত্রটি রঞ্জিত মল্লিক, তাপস পাল, শাতাব্দী রায়, কালী বন্দোপাধ্যায়, সাকুন্তলা বড়ুয়া মুখ্য চরিত্রে অভিনয় করেছেন । এস ভট্টাচার্যের সংগীত খুব জনপ্রিয় ছিল ।
Song : Ful Keno Lal Hoy
Movie : Guru Dakshina
Singer : Asha Bhosle
Music : Bappi Lahiri
Lyrics : Bhabesh Kundu
বাংলা গানের
গুরুদক্ষিণা। ১৯৮৭সালের বাংলা চলচ্চিত্র যা অঞ্জন চৌধুরী, পরিচালক এবং ভবেশ কুন্ডু প্রয়োজন করেছেন । চলচ্চিত্রটি রঞ্জিত মল্লিক, তাপস পাল, শাতাব্দী রায়, কালী বন্দোপাধ্যায়, সাকুন্তলা বড়ুয়া মুখ্য চরিত্রে অভিনয় করেছেন । এস ভট্টাচার্যের সংগীত খুব জনপ্রিয় ছিল ।
Song : Ful Keno Lal Hoy
Movie : Guru Dakshina
Singer : Asha Bhosle
Music : Bappi Lahiri
Lyrics : Bhabesh Kundu
বাংলা গানের
ফুল কেন লাল হয়, সে কি জানা যায়
ভালোবাসি এই কথা কি মুখে বলা যায় (২)
এমনি অনেক কথা থাকে অজানা
আমি তো ভাবেনি আগে পাবো তোমায়
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে
তোমার হৃদয়ে যদি জাগে কোনো সুর
আকাশের এই রং লাগে গো মধুর (২)
সেই সুরে সেই রঙে আলোয় ছায়ায়
তুমি আমি মিলে মিশে আছি দুজনায়
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে, ওয়ে ওয়ে ওয়ে ওয়ে
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে
ফুল কেন লাল হয়, সে কি জানা যায়
ভালোবাসি এই কথা কি মুখে বলা যায়
চাই না জীবনে কিছু তোমাকে যে চাই
অজানা সব স্রোতে চলো ভেসে যাই (২)
নতুন পৃথিবী গোড়ী তারায় তারায়
দুটি প্রান মিলে যায় এক মোহনায়
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে
ফুল কেন লাল হয়, সে কি জানা যায়
ভালোবাসি এই কথা কি মুখে বলা যায় (২)
এমনি অনেক কথা থাকে অজানা
আমি তো ভাবেনি আগে পাবো তোমায়
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে
ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে
- Tomra jatoi aghat karo
- Prithibi hariye gelo
- Phool keno Lal Hoy
- Akasher chand Matir Bukete
- Suno suno babajiban
- Aji a Prabhat
- E Amar Guru Dakshina